রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাংটিয়া-সন্ধ্যাকুড়া সড়ক সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ৩:১৫ অপরাহ্ণ

0029ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :  শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-সন্ধ্যাকুড়া সীমান্ত সড়ক সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক পথে ট্রাক, সিএনজি, লেগুনা, অটোরিক্সাসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দকের সৃষ্টি হয়ে যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অতিরিক্ত ভাড়াসহ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এ সড়ক পথের যাত্রীদের।
রাংটিয়া-সন্ধ্যাকুড়া ৩ কি.মি. এ সীমান্ত সড়ক গত দু’বছর পূর্বে সড়ক ও জনপদ বিভাগ পাকা করণের কাজ হাতে নেয়। ঠিকাদার ১ কি.মি. সড়ক নির্মাণ কাজ করে তা বন্ধ করে দিয়ে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী কাজ করা হয়নি। বর্তমানে রাস্তাটি খানাখন্দকের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহমেদ বলেন, জরুরী প্রকল্পের আওতায় কাজটি শুরু করা হয়েছিল। কিন্তু পকল্পের মেয়াদ শেষ হওয়ায় তা আর করা সম্ভব হয়নি। পরবর্তীতে সড়কটি সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!