যশোর প্রতিনিধি : ভারত থেকে ফেরার সময় নারী শিশুসহ ৬০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার বিকেল ও শনিবার সকালে যশোরের যশোরের পুটখালি ও চৌগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক ৬০ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৮টি শিশু রয়েছে।
আটককৃতদের বাড়ি নড়াইল, চাঁদপুর, জামালপুর, যশোর, বগুড়া ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি জানায়, আটকৃতরা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিল। আটককৃতদের নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে।