মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল তার নির্বাচনী এলাকার মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় গন সংযোগ করেন।
শনিবার বিকেলে তিনি মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজার, ইসলামপুর মোড় ও যতারপুর মোড় এলাকায় জনগনের সাথে কথা বলেন ও তাদের সাথে কুশল বিনিময় করেন। তিনি সংসদ নির্বাচনে তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আকবর জালাল, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান নান্নু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, গোলাম মোস্তফা, সানোয়ার হোসেন, আব্দুস সালাম, বেলাল হোসেন, আসাদ আলী, ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা শহিদুল মেম্বর, ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল বিদ্যুত প্রমুখ।