মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী শহরের হাই স্কুল পুকুর পাড় থেকে ২টি বোমা উদ্ধার করেছে র্যাব। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে পরিত্যক্ত অবস্থায় র্যাব-৬ গাংনী ক্যাম্প সদস্যরা বোমা দুটি উদ্ধার করেন। তাজা ও শক্তিশালী এই বোমা নাশকতা সৃষ্টির আশংকায় দুর্বত্তরা রেখেছিল বলে ধারনা করছে র্যাব।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানিয়েছেন, গাংনী হাই স্কুল পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের চোখে পড়ে লাল টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্তু। তাদের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। একটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা দুটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে ক্যাম্পে রাখা হয়েছে। তবে এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি। বোমার উৎস জানার চেষ্টা করছে র্যাব।