রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের গাংনীতে ১৮ দলীয় জোটের অবরোধ : নির্বাচন অফিস, সাব রেজিস্ট্রি অফিস ও বঙ্গবন্ধু স্মৃতি ক্লাব ভাংচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ৫:০৩ অপরাহ্ণ

Meherpur 18 prarty Missil & attack footage_08.12.13মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ১৮ দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা। এসময় উপজেলা সার্ভার স্টেশন (নির্বাচন কার্যালয়), সাব রেজিস্ট্রি অফিসের মহুরাদের বসার স্থান ও বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবে (স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত) ও কয়েকটি দোকানে ভাংচুর চালিয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের আসবাব পত্র ভাংচুর করে অগ্নিসংযোগ করে। ভাংচুরের সময় অন্তত ২০-২৫টি ককটেল বোমার বিষ্ফোরণ ঘটে। বিক্ষুদ্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনর নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক গাংনী উপজেলা শহরের উপকন্ঠে বিভিন্ন সড়কে অবস্থান নেয়। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পুর্ব আখ সেন্টার, মেহেরপুর-হাটবোয়ালিয়া সড়কের পুর্ব মালসাদহ ও গাংনী-মেহেরপুর সড়কের শিশিরপাড়া মোড়ে সরকার বিরোধী বিভিন্ন ¯েøাগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অবরোধকারীরা।
র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়কের ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা ডিঙ্গিয়ে তিন দিক দিয়ে গাংনী শহরে প্রবেশ করে। এসময় বিক্ষুদ্ধ অবরোধকারীরা ভাংচুর ও ককটেল বোমা বিষ্ফোরণ ঘটনায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!