তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলা অংশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী লরিতে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এতে লরিটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার রাত ৯টার দিকে বুড়িচং সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে ঢাকাগামী মালবাহী লরিতে কয়েক জন যুবক এসে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী আগুন দেখে নিভানোর চেষ্টা করে। পরে কুমিলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।