রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারানকোর সাথে সিইসির বৈঠক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ২:৩৩ অপরাহ্ণ

cec-taranko_শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে আলোচনার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক সঙ্কট অবসানের লক্ষ্যে ঢাকায় আসা জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। ৮ ডিসেম্বর রবিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে তাদের ওই বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে ইসি থেকে বেরিয়ে যাওযার সময় জাতিসংঘ দূত বা কমিশনের কেউ সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি।
ঢাকা সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ-তারানকো জানতে চেয়েছিলেন, ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তা পেছানো সম্ভব কি-না। প্রধানমন্ত্রী তাকে জানিয়েছিলেন, তফসিল পরিবর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের ব্যাপার। এ বিষয়ে তাদের সাথেই কথা বলতে হবে। এদিকে জাতিসংঘ দূত রবিবার সকালে হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে সাক্ষাতকালে জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে জানানো হয়, তারা চায় নির্বাচন পিছিয়ে দেয়া হোক, যাতে সব দলকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।
অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও শনিবার রাতে বৈঠক করেন জাতিসংঘ দূত তারানকো। ওই বৈঠক শেষে বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। দু-একদিনের মধ্যে আবার আলোচনা হবে। এরপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। রবিবার এরশাদ ও প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও জামায়াতে ইসলামী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বসার কথা রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!