নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা ও আশেপাশের এলাকায় ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। র্যাব-বিজিবি ও পুলিশ পাহারায় পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো থেকে ডিলারদের মাঝে জ্বালানি তেল (ডিজেল ও কেরোসিন) সরবরাহ করা হলেও বাঘাবাড়ি ডিপো থেকে পেট্টল সরবরাহ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবরোধের কারণে প্রায় প্রতিটি পেট্রোল পাম্প তেলশূন্য হয়ে পড়েছে।
সূত্র জানায়, বিরোধী জোটের লাগাতার অবরোধ কর্মসূচির কারণে সৈয়দপুরের ৮টি ফিলিং স্টেশনসহ জেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে ডিজেল ও পেট্রোলের সংকট সৃষ্টি হয়। এতে করে ডিজেল সংকটের কারণে চলতি ইরি-বোরো আবাদ নিয়ে কৃষকরা মহাচিন্তায় পড়েছেন। অপরদিকে পেট্রোলের অভাবে মোটর সাইকেল চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।