জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে আ’লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত মাসুদুল ইসলাম মাসুদ (১৯) নামের এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার রাত ৮টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ও ছাতক ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা। দুপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষের সময় তার মাথায় আঘাত পেলে অতিরিক্ত রক্তক্ষরন হয়। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ পৌছলে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আবারো উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া নেমে আসে।