তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর : কুমিলা উত্তর জেলার ৭ উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। অন্যদিকে লাকসামের নিখোঁজ বিএনপি শীর্ষ ২ নেতা সন্ধান ও আটককৃত নেতাদের মুক্তির দাবিতে ৩ উপজেলায় হরতাল কর্মসূচিব অব্যাহত রয়েছে।
জানা যায়-কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদক ও কুমিলা উত্তর জেলা বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে উত্তর জেলার ৭ উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে উত্তর জেলা ছাত্রদল। শনিবার রাতে কুমিলা উত্তর জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উলেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আ. কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও হোমনা উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এমকে আনোয়ার, উত্তর জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম ও উত্তর জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকারসহ জেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। হরতালের আওতাভুক্ত উপজেলা গুলো হচ্ছে- মুরাদনগর, দেবীদ্বার, চান্দিনা, দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলা। উলেখ্য ১৮দলের ডাকা বিগত কয়েকটি হরতালে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা করা হয়। এতে উলেখিত নেতৃবৃন্দসহ বহু নেতা-কর্মীকে আসামি করা হয়।
এদিকে কুমিলায় ১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। এছাড়া, নিখোঁজ বেএনপি নেতাদের সন্ধান ও আটক নেতাদের মুক্তি দাবিতে তিন উপজেলায় হরতাল কর্মসূচি অব্যাহত রয়েছে। অবরোধের প্রথম দিন শনিবার নির্দলীয় নিরোপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। অবরোধের কারণে রেলস্টেশনে সময় মতো ট্রেন আসেনি। তবে নগরীতে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং পৌর সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান ও বিএনপি নেতা জসিম উদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে আটকের প্রতিবাদ ও তাদের মুক্তি দাবিতে লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় লাগাতার হরতাল কর্মসূচি অব্যহত রয়েছে।