কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর কূলঘেষা খাদ্য গুদাম সড়ক অবৈধভাবে দখল করে স্থানীয় ব্যবসায়ীরা বালু, ইট, ও সিপটিনের দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে যাচ্ছে। গতকাল রবিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে কালীগঞ্জ খাদ্য গুদাম সড়কে বালু, ইট ও সিপটিন উচ্ছেদ অভিযান করেন। এ সময় সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীদেরকে বিকেলের মধ্যে সড়ক ও আশপাশে রাখা বালু, ইট ও সিপটিন সরিয়ে ফেলার কঠোর নির্দেশ প্রদান করেন। পাশাপাশি বালুর চার পাশে উচু সীমনা প্রাচীর দেওয়ারও নির্দেশ প্রদান করেন। যাতে করে এ সড়কে চলাচলকারী পথচারীদের কোন প্রকার দূর্ভোগ পোহাতে না হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।