রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়নে প্রতি বুধ ও রবিবার বসছে হাট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ৮:৪৭ অপরাহ্ণ

Norayel-Mapএমএম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার নবগঠিত ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের অধীন স্থায়ী কোন হাট-বাজার না থাকায় সপ্তাহে দুইবার নিয়মিতভাবে হাট-বাজার বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার বিকালে ইউনিয়নের পাটেশ্বরী-মহিষখোলা স্লুইসগেট সংলগ্ন ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় এলাকায় ওই হাট-বাজার বসছে। গতকাল রবিবার (৮/১২/১৩ইং) বিকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, সাইফুল্লাহ উক্ত হাট-বাজারের উদ্বোধন করেন। এ সময় পাঁচগ্রাম ইউনিয়নের অধীন সাতবাড়িয়া, পিরোলীস্তান, মহিষখোলা, পাটেশ্বরী ও যাদবপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান এস, এম, সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন পর এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হতে চলেছে। তাই আজকের দিনটি এক অবিস্মরণীয় দিন। যুগযুগ ধরে এ দিনটি ইউনিয়নবাসীর হৃদয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো চিরভাস্বর হয়ে থাকবে। নতুন হাটে সংশ্লিষ্ট ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ ও ব্যবসায়ী ধান, চাল, শাক-সব্জি, ফলমূল, মাছ, মাংশ, হাস, মুরগী, কবুতরসহ কৃষিজ উৎপাদিত বিভিন্ন পণ্য বেচাকেনা করতে যায়। ক্রেতা-বিক্রেতাদের সমাগমও ছিল আশাতীত। নতুন হাটের প্রথমদিন ভালো বেচাকেনা হয়েছে। এতে ব্যবসায়ীরা খুব খুশি হয়েছেন বলে ব্যাবসায়ী শাহাজান মোল্যা জানিয়েছেন। তিনি আরো জানান, পর্যাপ্ত পণ্য না থাকায় ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। এ ইউনিয়নে হাট-বাজারের কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ ক্রেতা-বিক্রেতাসহ ইউনিয়নবাসী খুব সন্তোষ প্রকাশ করেছেন। ওই হাটে উপস্থিত মহিষখোলা গ্রামের জনৈক ক্রেতা মোঃ রকমান শেখ জানান, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষের সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বা বেচাকেনা অতি কষ্ট করে দূরবর্তী হামিদপুর, চাঁচুড়ী, পেড়লী ও পুরুলিয়া ইউনিয়নের খড়রিয়া, জামরিলডাঙ্গা, গাজীরহাট ও পেড়লী হাটে যেতে হতো। তিনি আরো জানান, দীর্ঘদিন পরে হলেও এ অঞ্চলের মানুষের এ কষ্ট দূর হতে যাচ্ছে। ওইদিন হাট শেষে ইউপি চেযারম্যান এস, এম, সাইফুল্লাহ হাটের আগত ব্যবসায়ীদের নিকট থেকে অবশিষ্ট সমুদয় পণ্য ন্যায্যমূল্যে কিনে নেন।
উল্লেখ্য, নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন সর্ববৃহৎ ১১নং পেড়লী ইউনিয়ন পরিষদ ভেঙ্গে সম্প্রতি ১৪নং পাঁচগ্রাম ইউনিয়ন গঠিত হয়। এস.এম সাইফুল্লাহ্ নবগঠিত ওই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু নবগঠিত ইউনিয়নটিতে চেয়ারম্যানের কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ভূমি অফিস, কৃষি অফিস বা নাগরিক সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠান নেই। এমনকি কোন মাধ্যমিক বিদ্যালয় ও হাট-বাজারও ছিল না। শিক্ষাবিস্তারে ইতোমধ্যে পাটেশ্বরী গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ও পিরোলীস্তান গ্রামে জয়নাল আবেদীন নূরুন্নাহার জুনিয়র গার্লস হাইস্কুল নামে একটি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ওই ইউনিয়নে হাট-বাজারের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ইউনিয়নবাসীর সহযোগিতায় পর্যায়ক্রমে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওই ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!