শ্যামলবাংলা ডেস্ক : দলের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর নির্দলীয় সরকারের দাবিতে অবরোধের মধ্যে সোমবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। রবিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে ওই কর্মসূচি ঘোষণা করেন। সরকারের পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের প্রতিবাদে ওই কর্মসূচি ডাকা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে তা কারা কর্তৃপক্ষকে পাঠায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।