ঝালকাঠি সংবাদদাতা : জয়িতা অন্বেষনে বাংলাদেশ এ কর্মসূচির আওতায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নারীদের এক সংম্বর্ধনা রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। বে সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বহুমূখী জনকল্যান সংস্থা এর সহযোগীতা করেন। এ সময় উপজেলার তৃনমূল পর্যায়ের ৫ জন নারীকে তাদের কাজের স্বকৃতি স্বরুপ সন্মামনা ও সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমীর উদ্দিন জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন,কৃষি কর্মকর্তা মোঃ সাইদুল রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম,সমবয় কর্মকর্তা আব্দুর রব হাওলাদার অনূষ্ঠান পরিচালনা করেন উপজেলা এনজিও সমন্ময় কমিটির সভাপতি মোঃ মাসউদুল আলম প্রমূখ।