রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার কাদের মোল্লার ফাসির রায় কার্যকরের আদেশ জারি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ৭:২৮ অপরাহ্ণ

kader-mollaশ্যামলবাংলা ডেস্ক : এবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাসির রায় কার্যকরের আদেশ জারি হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই আদেশ জারি করেন।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের ওই আদেশ জারির সত্যতা নিশ্চিত করে বলেন, এরইমধ্যে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী লাল কাপড়ে বাঁধা ওই মৃত্যু পরোয়ানা পৌঁছে দিয়েছেন। এর আগে বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। রেজিস্ট্রার আরও জানান, পরোয়ানায় মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছেন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ পাঁচ আইনজীবী কাদের মোল্লার সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগ থেকে জামায়াত নেতা কাদের মোল্লাকে দেয়া মৃত্যুদণ্ডের ৭শ ৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে মৃত্যুদণ্ডকেই কাদের মোল্লার জন্য ‘একমাত্র যথার্থ শাস্তি’ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি আপিলের প্রথম রায়। তারও আগে ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!