রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধে বেনাপোল বন্দরে ট্রাক ভাড়া বৃদ্ধি : আমদানি পণ্য নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ২:৪৪ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0যশোর প্রতিনিধি : বিরোধী দলের টানা হরতাল আর অবরোধে বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি পণ্যের ট্রাক ভাড়া দ্বিগুন থেকে তিনগুন বেড়েছে। ফলে মাঝে একদিন অবরোধ মুক্ত থাকলেও অনেক ছোট ছোট আমদানিকারকরা বাড়তি খেসারত দিয়ে আমদানি পণ্য খালাস নিতে পারছেন না।
ব্যবসায়ীরা জানান, হরতালের আগে বেনাপোল থেকে ঢাকার ভাড়া ছিল ট্রাক প্রতি ১৮ থেকে ২০ হাজার টাকা। কিন্তু এখন অবরোধের অজুহাত দেখিয়ে ট্রাক চালকরা ৫০ থেকে ৬০ হাজার টাকা ভাড়া নিচ্ছে। এক্ষেত্রে দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন কাজে অতি প্রয়োজনিয় পণ্য সামগ্রী দরকার থাকলেও আমদানি কারকরা পণ্য নিতে পারছেননা। ফলে মাঝে দু একদিন অবরোধ মুক্ত থাকলেও ব্যবসায়ীদের খুব একটা লাভ হচ্ছেনা। একারনে পচনশীল ও শিল্প কারখানায় ব্যবহৃত জরুরী পণ্য ছাড়া বন্দর থেকে অন্যান্য আমদানি পণ্য তেমন খালাস হচ্ছে না।
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিতে আসা ট্রাক চালক শরিফুল ইসলাম জানান, হরতালের মধ্যে জীবনের ঝুকি ও ট্রাক নিয়ে পথে চলাচল করতে হচ্ছে একারনে ভাড়া বাড়ানো হয়েছে। জোর করে কোন ভাড়া নেওয়া হচ্ছেনা। এছাড়া যানজটের কারনে ঢাকা ও ঢাকার বাইরে আমদানি পণ্য পৌছাতে প্রায় ২ দিন লেগে যাচ্ছে। এতে মাঝ পথে অবরোধে আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক। সেখানে নাশকতার ভয়ও থাকছে।
এদিকে অবরোধের প্রথম দিন শনিবার পেট্রাপোল বন্দরে পণ্যজট কমাতে কাচামালসহ জরুরী কিছু পণ্য আমদানি হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!