ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিন কচুয়া গ্রামের মোঃ সেকান্দার জমাদ্দার (৯৫) শুক্রবার রাত সাড়ে ৫ টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন ইন্না লিলাহে……….রাজিউন। তিনি মৃত্যু কালে ১স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য আত্বিয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘ দিন যাবৎ নানা রোগে ভূগছিলেন। শনিবার আসরবাদ জানাজা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।