মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়নের সমাজসেবা যুব পরিষদের উদ্যেগে ৭ ডিসেম্বর শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বলিয়ারভাগ হাফিজিয়া মাদ্রাসায় চক্ষু শিবির অনুষ্ঠানে সৈয়দ মশাহিদ আলী সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো আজিজুর রহমান, চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, সমাজসেবা যুব পরিষদের সভাপতি কামরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিপলু, কোষাধ্যক্ষ শেখ মাছুম আহমেদ প্রমুখ। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সালেহ এলাহি কুটি, প্রত্যুশ তালুকদার, মেহদী হাসান, মাহবুবুর রহমান রাহেল
চক্ষু শিবিরে ৬০ জন পুরুষ ও মহিলাদের বিনামূল্যে চোখের সানি অপারেশন করা হয়।