শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ৭:৪৩ অপরাহ্ণ

Naogaon-mapমহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই সংঘর্ষের পর থেকে মামলা আতঙ্কে  পুরুষরা গ্রামছাড়া হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার রাতে মহাদেবপুর থানার এসআই অর্পন দাস বাদী হয়ে উত্তর গ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের সৈয়দ আলীর পুত্র মাসুদ (৩০), আঃ রাজ্জাকের পুত্র রুবেল (২০), লাল মোহম্মদের পুত্র ফেরদৌস (৩৫) ও আলামিন (২২), সমশের আলীর পুত্র আলম (২৫), সামশুর রহমানের পুত্র সায়েম (৩৫), পিন্টুর পুত্র বাদশা (২৮), সমশের আলীর পুত্র মান্নান (৩৫), নাসের আলীর পুত্র সোহাগ (১৮) এবং উত্তরগ্রামের বুশের পুত্র মোশারফ হোসেনের (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড়শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সরকারী কাজে বাধা প্রদানসহ পুলিশ ও ইউএনওকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় বামনসাতা গ্রামে মারপিটের ঘটনায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য,   ৩ ডিসেম্বর সন্ধায় উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের সংঘর্ষে ইউএনও আমিনুর রহমান, ওসি এএইচ এনায়েত উদ্দিন ও ৪ পুলিশ কনষ্টেবলসহ ১০ জন আহত হয়। পুলিশ ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। ওই ঘটনার পর থেকে মামলা আতঙ্কে পুরুষরা গ্রাম ছাড়া হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই মামলার সত্যতা স্বীকার করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!