মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দিনমজুর পরিবারের এক মহিলা হঠাৎ উধাও হয়ে যাওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের খোশালপুর গ্রামের মৃত জামের আলীর কন্যা মোসাঃ রেজিয়া (৩০) ৩০ নভেম্বর বাড়ি থেকে উধাও হয়ে যায়। তার বোন জামেনাসহ অন্যান্য আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ ডিসেম্বর মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। কোন ব্যক্তি উধাও হওয়া রেজিয়ার সন্ধান পেলে ০১৯৩৬-৪৬৫৩০৪ এ জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার সদস্যরা।