শাহ আলম, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূয়াপুরের গোবিন্দাসী ইউনিয়নের ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজনু মিঞার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের কর্মিরা। ৭ ডিসেম্বর শনিবার সকালে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের অবরোধ বিরোধী ুমিছিল থেকে তার উপর ওই হামলা চালানো হয়।
জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগ শনিবার সকালে অবরোধ বিরোধী একটি মিছিল বের করে। মিছিলটি গোবিন্দাসী বাজার প্রদক্ষিনকালে রাস্তার পাশে দাড়িয়ে গোবিন্দাসী ইউনিয়নের ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু মিঞার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।