ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বরিশাল সেটেলমেন্ট অফিসের প্রধান সহকারি মোঃ নাসির হোসেন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বর্তমানকে জানান, নাসির রাতে পটুয়াখালির বাড়ি থেকে মোটর সাইকেলে যোগে এক বস্তা চাল ও অন্য তরিতরকারি নিয়ে একা বরিশালের বাসায় আসার পথে দপদপিয়া চৌমাথা এলাকায় গাড়ীর নিয়ন্ত্রন দূর্ঘটনার স্বীকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আরো জানান, রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে রাত ১২ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে।