পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পুলিশ পৌরসভা সদর নজিপুর নতুনহাট এলাকা থেকে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক মটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পত্নীতলা থানার এস.আই তারেক এস.আই শহীদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নজিপুর নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ধামইরহাট উপজেলার খেলনার গুপিনাথপুর গ্রামের মনছুর আলীর পুত্র হুমায়ন আহম্মেদ (৪০)কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত হুমায়ন হানিফ এন্টার প্রাইজের একজন সুপারভাইজার বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্য প্রায় ১৫ হাজার টাকা বলে পত্নীতলা থানা সূত্রে জানা গেছে। এব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে।