শ্যামলবাংলা ডেস্ক : নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যেই রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি। ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মহানগর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হরতালের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সহ-সভাপতি ও দলের ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার গ্রেফতারের প্রতিবাদ এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে আরও জানানো হয়, শুক্রবার সকালে ঢাকা মহানগর বিএনপি’র এক জরুরী সভায় ওই কর্মসূচি গ্রহন করা হয়। এতে আবদুস সালামের সভাপতিত্বে মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক বৃন্দ উপস্থিত ছিলেন।