শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিথি পাখির কলতানে মুখরিত ওঠেছে কুমিল­া ধর্মসাগর

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৩ ৫:০৪ অপরাহ্ণ

2তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর : প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলা ভূমি কুমিল­া ধর্মসাগর ও জেল খানার পশ্চিম পার্শ্বের জলাশয় ভূমিতে হেমন্তের শীতের আমেজ পাওয়ার সঙ্গে সঙ্গে অতিথি পাখির কলতানে মুখরিত হতে শুরু করেছে ওই স্থান গুলোতে। প্রতিদিনই আসছে ঝাঁকে ঝাঁকে শত শত  অতিথি পাখি। হেমন্তের শীত সঙ্গীত সকালে সোনামাখা রোদে ঐ সমস্ত জলাশয়ে হাজারো অতিথি পাখির কলকাকলি। সারাদিন পুরো এলাকায় মুক্ত ডানায় ঝাঁক বেঁধে চক্রাকারে উড়ে বেড়াচ্ছে হাজারো অতিথি পাখি। অতিথি পাখিদের আগমনের ফলে প্রতি বছরের ন্যায় আবারও মুখরিত হয়ে ওঠেছে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি কুমিল­া ধর্ম সাগর ও জেল খানার পশ্চিম পাশের জলাশয় ভূমি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, পাখি শিকারকারীরা এ সমস্ত অতিথি পাখি গুলোকে শিকার করার চেষ্টা করছেন। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
এদিকে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠাণ ঐক্য পরিষদ কুমিল­া জেলা শাখার সভাপতি চন্দন রায় বলেন, অতিথি পাখিদের অধিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আগামী মাসে ব্যাপক হারে পাখি আসতে পারে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!