সুনামগঞ্জ প্রতিনিধি : দ্বীন দুনিয়ার মালিক তুমি দ্বীলকি দয়া হয়না ও প্রেমের মরা জলে ডুবেনাসহ ৬ হাজার গানের রচয়িতা বাংলাদেশের মরমী সংস্কৃতির উজ্জল নক্ষত্র সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের প্রয়াত গণসঙ্গীত শিল্পী গানের সম্রাট কামাল পাশার ১১২তম জন্মবার্ষিকী ৬ ডিসেম্বর। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা সদরস্থ কার্যালয়ে বাউল কামাল পাশা স্মৃতি সংসদের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও কামালগীতি পরিবেশনের আয়োজন করা হয়েছে। আয়োজক সংগঠণের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, কেন্দ্রীয় সভাপতি বাউল মজনু পাশা, সহ-সভাপতি বাউল তছর উদ্দিন, বাউল সাহাব উদ্দিন, গীতিকার আব্দুর রহমান, গীতিকার তোয়াহেদ মিয়া, সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন, বাউল কামালের গান গ্রন্থের প্রকাশক ফারুকুর রহমান চৌধুরী, দিরাই থানা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও পুলক চৌধুরীসহ স্থানীয় শিল্পীবৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।