শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় প্রতিভা বিকাশে কাজ করছে অনির্বাণ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ৫:২৬ অপরাহ্ণ

06 Dec 3সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিভার বিকাশ ও মননশীল সাহিত্য চর্চায় কাজ করছে অনির্বাণ সাহিত্য ও সংষ্কৃতি পরিষদ। তাছাড়া বৃক্ষ রোপন , সাহিত্য প্রতিযোগিতা,মাদকমুক্ত সমাজ গঠন, যুব সমাজ গঠনে, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ সমাজকল্যাণ মূলক কাজ করছে । ইতমধ্যে এই পরিষদের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে পুরস্কৃত হয়েছেন।
জানা যায়, ২০০৯ সালের ২১ ফেব্রæয়ারী “শ্যামল বাংলার সংস্কৃতির ধারক লেখনী হোক মা মাটি ও মানুষের” এই শ্লোগানকে ধারন করে যাত্রা শুরু করে। জাতীয় দিবস পালন সহ মানুষের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, যুব সমাজ আজ মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়েছে। তরুণরা জাতীর ভবিষ্যত কান্ডারী, তারা যদি সমাজ ও জাতির বোঝা হয়ে যায় তাহলে এর চেয়ে বেদনা আর কি হতে পারে। এজন্য তরুণ সমাজকে মননশীল সাহিত্য চর্চায় প্রতিভা বিকাশের মাধ্যমে তাদের মেধাকে বিকশিত করে সমাজে ফুটিয়ে তোলা দরকার। শুধুমাত্র রাজনীতিবিদরা সমাজ নিয়ে চিন্তা করলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এজন্য তরুণ সমাজকে কাজে লাগানো দরকার।
পরিষদের সাধারণ সম্পাদক, সৌরভ সোহরাব বলেন, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ স্বেচ্ছাসেবী একটি সংস্থা। সমাজের জন্য এ সংস্থা কাজ করছে। ভবিষ্যতেও করবে। পরিষদের সভাপতি এস এম রাজু আহমেদের ঐক্লান্তিক পরিশ্রমে বেসরকারী উদ্দ্যেগে পাঠাগার গড়ে তোলা হয়েছে। প্রতিদিন ৮/১০টি দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়। ইতিমধ্যে পাঠাগারে বিভিন্ন বইয়ের সমাহার ঘটেছে।
পরিষদের ছাত্র-বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি নিজ উদ্দ্যেগে বিকাশ ঘটাচ্ছে সেহেতু সকলের সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!