শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের সাথে আলোচনা চলছে : রুহুল আমিন হাওলাদার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৬, ২০১৩ ৬:০২ অপরাহ্ণ

Ruhul Aminশ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন সামনে রেথে সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ৬ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বাসভবনে রুহুল আমিন সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান কিভাবে করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। আশা করছি একটি স্থায়ী সমাধান হবে।
এর আগে বৃহস্পতিবার রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির ৫ মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে তাদের পদত্যাগপত্র এরশাদের হাতে তুলে দেন। ওইসব পদত্যাগপত্র শনিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবেন বলে জানিয়েছেন এরশাদ। এরপরও সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, সরকারের সাথে আলোচনা হতেই পারে, এতে তিনি দোষের কিছু দেখছেন না।
সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কি না- জানতে চাইলে হাওলাদার বলেন, আমরা সরকারের সাথে দেশ পরিচালনা করেছি, দীর্ঘদিন আমরা সরকার  চালিয়েছি। পদত্যাগটা যেন সৌজজন্যমূলক হয়। তিনি আরও বলেন, আমরা কোন দৃষ্টান্ত স্থাপন করতে চাই না। তবে এমন কোন সিদ্ধান্ত নেয়া হবে না, যা দেশের মানুষের স্বার্থ ক্ষুন্ন করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!