স্টাফ রিপোর্টার : শেরপুরের মোবারকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে রাজিব-জমির জুটি চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল খেলোয় রাজিব-জমির জুটি ২-০ সেটে জাহাঙ্গীর-ইয়াছিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। স্থানীয় ইয়ং স্টার ক্লাব ওই টূর্ণামেন্টের আয়োজন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ জুটির মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন ও থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন সুরুজ। স্থানীয় সমাজসেবক উমর আলী আকন্দের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মিলন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল করিম, সাইফুল ইসলাম লেবু, ডা: এসডি আলম, বাবুল মিয়া, হারুন অর রশিদ প্রমূখ।