শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ২ জনের বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ৫:০২ অপরাহ্ণ
যশোরে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ২ জনের বাতিল

ইয়ানুর রহমান (যশোর) : যশোরে ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছে। বৃহস্পতিবর জাতীয় পার্টির ৩ প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন পত্র জমা দিয়েছে।
জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ জানান, বৃহস্পতিবার ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। প্রার্থীরা হলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় পার্টি সমর্থিত হোসেন আলী সরদার, যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি সমর্থিত মাহবুব আলম বাচ্চু, যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টি সমর্থিত মাওলানা সাখাওয়াত হোসেন এবং যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী।
যশোরে জাতীয় পার্টির ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রদান করেছিলেন। দলের প্রধান হুসাইন মুহাম্মদ এরশাদ প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ৩ জন প্রত্যাহারের আবেদন করেছে।
অপরদিকে, যশোরের ৩ টি সংসদীয় আসনের প্রার্থী যাচাই বাছায় পর্ব শেষ হয়েছে। এই তিন আসনের মধ্যে শুধুমাত্র যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিমুজ্জামান ও এবিএম আহসানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার দুই জন আওয়ামী লীগের মনোনীত না হলেও  দলীয় পরিচয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এজন্য গনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও জেপি (মঞ্জু) বিএম সেলিম রেজার  মনোনয়নপত্রে বাতিলের সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ওই ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলেরর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!