মেহের আমজাদ, মেহেরপুর : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর শহরের গন সংযোগ করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৯ টা থেকে বেলা একটা পর্যন্ত ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর শহরের বড় বাজার কাঁচাবাজার এলাকা, টিএন্ডটি থেকে হাসপাতাল সড়কের দু’পাশের ব্যবসায়ী ও সাধারন মানুষের সাথে দেখা করেন। তিনি তাদের সাথে মত বিনিময় করেন এবং নির্বাচনে তাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এদিকে বিকেলে তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল এলাকায় গনসংযোগ করেন।
মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের গণসংযোগ কালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, সদর থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আকবর হোসেন জালাল, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, সাধারন সম্পাদক মতিউর রহমান, শহর আওয়ামী লীগের সহসভাপতি ডা. ওমর ফারুক, বেলাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামসহ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।