এস.গুলবাগী,বগুড়াঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের একদলীয় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণায় বগুড়ার সদর উপজেলা,শাজাহানপুর,গাবতলী,কাহালু,দুপচাচিয়া,নন্দীগ্রাম ও শেরপুর দলের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উলাস করেছেন। এসময় তারা শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বর্তমান আওয়ামীলীগ সরকারের একক নির্বাচনী কার্যক্রমকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পাশাপাশি দলের চেয়ারম্যানকে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতারসহ হয়রানি করা হলে গণবিরোধী এই সরকারকে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা । গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে শেরপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কমিটির সদস্য ওমর ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌরশহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করেন। এসময় উপজেলা জাতীয় পার্টির নেতা এ্যাডভোকেট হাবিবুর রহমান, এড. রহমতুলাহ সরকার, এড. বাবুল হোসেন, আলহাজ্ব আব্দুস সাত্তার সাদেক, ফজলে ইলাহী, বাদশা আলম, রুহুল আমিন তারেক, সাহেব আলী, মাসুদ রানা, আলহাজ্ব আব্দুর রশিদ বুদা, আলহাজ্ব রমজান আলী ফকির, সুজা খান, মোজাহিদুল ইসলাম, মো. মোস্তাকিম হোসেন বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।