মেহের আমজাদ,মেহেরপুর: আজ শুক্রবার ৬ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টার সময় মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যলয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। তারা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। র্যালিতে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, গুরুদাস হালদার, লুৎফর রহমানসহ জেলার মুক্তিযোদ্ধারা র্যালিতে অংশ নেন। পরে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম প্রমুখ।