ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া নামক এলাকায় বুধবার গভীর রাতে প্যাকেটজাত খাদ্য বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ট্রাকের বেশি ক্ষতি না হলেও পুড়ে যায় প্যাকেটজাত খাদ্যদ্রব্য। মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বর্তমানকে জানান, ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ট্রাক চালক সেলিম হোসেন বাদি হয়ে ১৫ বিএনপি নেতাকর্মীকে নামে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।