নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নয়া কমিটির অভিষেক শুক্রবার বেলা ২ টায় অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম টিপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেয়র সুশান্ত কুমার সরকার, নন্দীগ্রাম শিল্প ও বনিক সমিতির সভাপতি আ.করিম, সহ-সভাপতি আবুল কাশেম, নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আলহাজ্ব সাবান আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ব্যবসায়ী মোখলেছুর রহমান প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।