ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পাক হানাদার বাহিনী মুক্ত দিবস ৬ ডিসেম্বর শুক্রবার । ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে কাঠালিয়া উপজেলা পাকহানাদার বাহিনী মুক্ত হয়। সেদিন হানাদার বাহিনীর সাথে তুমুল লড়াইয়ে ১৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। নানা আয়োজনে এ দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে শহীদদের স্বরনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। পরে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তি যোদ্ধা মোঃ ফারুক সিকদার, যুদ্ধকালীন সময়ের কমান্ডার মোঃ আব্দুল জলিল আকন,মোঃ নুরুল হক জোমাদ্দার, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,কৃষি কর্মকর্তা মোঃ সাইদূল রহমান,মোঃ মাহমুদ হোসেন রিপন,কাজল সিকদার। সভায় বক্তব্য রাখেন,এম এম তারেক মোঃ শওকত হোসেন দিপু, জিয়া ইসলাম মিরবহর,কাজল সিকদার,জেনিব সিকদার প্রমূখ।