শ্যামলবাংলা ডেস্ক : এবার জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানি মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। মালালা ছাড়াও আরও ৫ জন পেয়েছেন জাতিসংঘের এ মর্যাদাপূর্ণ সম্মাননা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ‘ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস প্রাইজ’ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে জাতিসংঘের ‘অফিস অব দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস’ (ওএইচসিএইচআর)। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হচ্ছেন মৌরিতানিয়ার বিরাম দাহ আবেইদ, কসোভার হিলজনিজেতা আপুক, বিশ্ব বধির ফেডারেশনের প্রেসিডেন্ট এমিরেটাস লিসা কপিনেন, মরক্কোর মানবাধিকার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট খাদিজা রায়াদি এবং মেক্সিকোর সুপ্রিম কোর্ট অফ জাস্টিস।
জাতিসংঘের মানবাধিকার পুরস্কার অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। ৫ বছর পরপর ওই পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে ওই পুরস্কার পান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়াও সদ্য প্রয়াত নেলসন ম্যান্ডেলাকেও ওই পুরস্কারে ভূষিত করা হয়। ১০ ডিসেম্বর জাতিসংঘের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।