সিংড়া (নাটোর)প্রতিনিধি : দশম নির্বাচনে যাবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সেই ঘোষণার প্রেক্ষিতে প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। নির্দেশ মোতাবেক মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) নাটোর-৩ আসন সিংড়ার মনোনীত প্রার্থী মাও.আনিছুর রহমান আনিছ। বৃহস্পতিবার বেলা ১২টায় নাটোর রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের হাতে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি পৌর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
