স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১৩ প্রার্থীর মধ্যে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় পার্টির ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই দিনে অপরাপর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গড়মিলের কারণে বাতিল করা হয়েছে। ফলে ৩ টি আসনে বর্তমানে আ’লীগের ৩ জনসহ প্রার্থী রইলেন ৭ জন।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে আ’লীগ, জাপা ও জাসদসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বৃহস্পতিবার জাপা প্রার্থী ইলিয়াস উদ্দিন দলীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী মোট ভোটারের একভাগের সমর্থনপত্র দাখিল না করায় তা বাছাইকালে বাতিল এবং আ’লীগ প্রার্থী আতিউর রহমান আতিক ও জাসদ প্রার্থী মনিরুল ইসলাম লিটনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাপা প্রার্থী রোজী সিদ্দিকী তালুকদার প্রার্থীতা প্রত্যাহার করায় আ’লীগ প্রার্থী মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ বদিউজ্জামান বাদশাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে জাপা প্রার্থী খোরশেদ আলম ফর্সা প্রার্থীতা প্রত্যাহার করে নেন। আর স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম ও সরোয়ার বাহাদুর লালের মনোয়নপত্র বাতিল হওয়ায় অপরাপর প্রার্থী আ’লীগের প্রকৌশলী ফজলুল হক চাঁন, জাসদ (ইনু) এসএম. আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী এসএম হেদায়েতুল ইসলামকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।