মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আলোচনা সভা আজ বৃহস্পতিবার দুপুরে সৈনিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ রবীন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নহাটা কলেজিয়েট গালর্স স্কুলের অধ্যক্ষ রমেন্দ্র নাথ, জ্ঞানেন্দ্র নাথ রায়, কৃষ্ণ পদ দে, ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস, প্রফেসর বিনোদ কুমার রায়, বাবলু চ্যার্টাজী, শ্যামল কুমার বিশ্বাস, সাধন কুমার রায়, নারায়ন চন্দ্র সাহা, অশোক কুমার বিশ্বাস প্রমুখ। বক্তারা নহাটা কালী বাড়ী মহা শশ্মানের কমিটির বিরাজমান সমস্যা নিরসনকল্পে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী।