বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের বিধানসভা নির্বাচন : বিজেপির জয়জয়কার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৮:৫০ অপরাহ্ণ

bjpশ্যামলবাংলা ডেস্ক : এবার ভারতে বিধানসভা নির্বাচনে বিরোধী দল ভারতীয় জনতা পাটি (বিজেপি)র জয়জয়কার অবস্থা দেখা দিয়েছে। এ নির্বাচনে ৫টি রাজ্যের মধ্যে ৪টি রাজ্যেই তারা বিজয়ের পথে। রাজধানী দিল্লির ফলাফলও কংগ্রেসের বিপরীতে যাওয়ার ইঙ্গিত রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান বিজেপির দখলে চলে যাচ্ছে। যদিও মিজোরাম এখনও কংগ্রেসের দখলে থাকার সম্ভাবনা বেশি। বুথফেরত এক সমীক্ষায় ওই তথ্য পাওয়া গেছে।
জানা যায়, দিল্লি বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ৫ রাজ্যের নির্বাচন শেষ হয়েছে। দিল্লির ভোটপর্ব মিটতেই শুরু হয়ে গেছে বুথ ফেরত সমীক্ষা। যদিও ৫টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে রাজধানী দিল্লির রাজনীতির দিকে।
একটি সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। তবে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না রাজধানী দিল্লিতে। ৭০টি আসনের দিল্লি বিধানসভায় বিজেপি পাচ্ছে ২৯ আসন। কংগ্রেসের দখলে থাকবে ২১টি আসন। কংগ্রেস এবং বিজেপি দু’দলের ভোটেই ভাগ বসিয়েছে নতুন আমআদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দল এখানে পেয়েছে ১৬টি আসন। অন্যান্যদের দখলে আছে ৪টি আসন।
মধ্যপ্রদেশে বিজেপির ওপরেই ভরসা করছেন রাজ্যবাসীরা। আরও ৫ বছরের জন্য বিজেপির হাতেই থাকছে ক্ষমতা। বিজেপি ১শ ২৮টি আসন, কংগ্রেস ৯২টি আসন এবং অন্যান্যদের দখলে থাকছে ১০টি আসন।
অন্যদিকে ছত্তিসগড়েও শাসনভার থাকছে বিজেপির হাতেই। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ছত্তিসগড়ে বিজেপি পেতে চলেছে ৫১ টি আসন। কংগ্রেসের হাতে থাকতে পারে ৩৭টি আসন। এছাড়া রাজস্থান হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। দু’টি আসন অন্যান্যদের দখলে। শুধুমাত্র কংগ্রেসকে স্বস্তি দিয়েছে মিজোরাম। ধারণা করা হচ্ছে মিজোরামে ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!