নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে ৪ জন এমপি পদপ্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ও ১জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জাসদের মনোনীত প্রর্থী জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী নুরুল আমিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মনোনয়ন পত্র দাখিল করে। যাচাই বাছাইয়ে আবুল কাশেমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল হলেও এলাকায় নির্বাচনী কোন আমেজ লক্ষ্য করা যাচ্ছেনা। জাতীয় পার্টির সিদ্ধান্ত অনুযায়ী হাজী নুরুল আমিন বাচ্চু যে কোন সময় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারে। তখন দুজন প্রার্থী থাকবে। একজন আওয়ামী লীগের অন্যজন জাসদের। নির্বাচন নিয়ে জনমনে চরম উদ্বেগ উৎকন্ঠা রয়েছে।