পীরগঞ্জ(ঠাকুরগাও) সংবাদদাতা : জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রেলওয়ের সম্পদ রক্ষার্থে ৫ ডিসেম্বর এক সভা উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয। সভায় উপজেলার অভ্যন্তরের ১৮ কিমি. রেলপথ নাশকতার হাত থেকে মুক্ত রাখতে পৃথক ২ টি কমিটি গঠন করা হয়। পীরগঞ্জ শহর থেকে সাগুনী রেলব্রীজ পর্যন্ত এলাকার জন্য পীরগঞ্জ পৌরসভার মেয়র মো: রাজিউর রহমান রাজুকে আহবায়ক করে ২৫ সদস্যের এবং শহর তেকে জামালপুর রেলপথের জন্য ৩ নং খনগাও ইউনিয়নের চেয়ারম্যান মো: ইসাহাক আলীকে আহবায়ক করে ৫০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, পৌর মেয়র রাজিউর রহমান রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আখতারুল ইসলাম, সাংবাদিক কল্যান সমিতির সভাপতি আবুল হাসনাত, সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক এনকে রানা, সাইদুর রহমান মানিক, শেখ সমশের আলী প্রমুখ।
