নীলফামারী প্রতিনিধি : বিশ্ব মর্যাদা দিবসে ৫ দফা দাবি পূরণের অহবান জানিয়ে নীলফামারীতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ১২টা থেকে সাড়ে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি ভারত বাঁশফোড়, সাধারণ সম্পাদক মেঘুরাম বাঁশফোড় ছাড়াও হরিজন সম্প্রদায়ের নেতা কমল বাঁশফোড়, মাসুদ বাঁশফোড়, রাধিকা বাঁশফোড় এবং মিনা বাঁশফোড় বক্তব্য রাখেন। বক্তারা সরকারী চাকুরীতে ৮০ভাগ, শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য কোটা নিশ্চিত করণসহ সেফটিনেট কর্মসুচী চালু, সিটি কর্পোরেশন পৌরসভায় নিয়োজিতদের চাকুরী স্থ’ায়ী করণ, উৎসব ভাতা প্রদান, মাতৃত্ব কালীন ছুটি, অবসরভাতা কালীন ভাতা প্রদান এবং সকল নাগরিক সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান। বক্তারা আরও অভিযোগ করেন, হরিজন সম্প্রদায়ের কারণে এখনও আমাদের অসহায়ভাবে দিনাতিপাত করতে হচ্ছে। বিভিন্নভাবে নিগৃহিত হতে হচ্ছে সমাজে। এখনও সমাজের অন্যান্য সম্প্রদায়ের মানুষ ঘৃণা করে আমাদের, অথচ আমরা সেবা দিয়ে চলেছি সকল সম্প্রদায়কে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন হরিজন সম্প্রদায়ের নেতারা।