প্রতিনিধি, কেশবপুর (যশোর ) : যশোরের কেশবপুর ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাঠানো তালিকার বাইরে বোর্ড কর্তৃপক্ষ নিয়ম বহির্ভুতভাবে অন্য একজনকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন দেয়ায় ওই এডহক কমিটির ৩ সদস্য পদত্যাগ করেছেন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের এ ধরণের কর্মকান্ডে শিক্ষক, ভাভিভাবক, শিক্ষার্থীসহ সর্বমহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৬ অক্টোবর কেশবপুর উপজেলার ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা সমবায় অফিসারের নাম উলেখ করে ৩ জনের মধ্যে থেকে যে কোন ১ জনকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন দেয়ার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি পত্র প্রেরণ করেন। যার স্মারক নং- ৬৫৪। সরকারি বিধিমোতাবেক প্রধান শিক্ষকের পাঠানো ৩ জনের মধ্য থেকে যে কোন একজনকে বোর্ড কর্তৃপক্ষ এডহক কমিটির সভাপতি মনোনয়ন দিবেন। কিন্ত বোর্ড কর্তৃপক্ষ এ নিয়ম অমান্য করে ওহাবুজ্জামান নামে এক ব্যক্তিকে মনোনয়ন দিয়ে গত ৩ ডিসেম্বর এডহক কমিটির অনুমোদন দিয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এডহক কমিটির অভিভাবক সদস্য রুহুল কুদ্দুস মোল্যা, শিক্ষক প্রতিনিধি বিকাশ কুসুম পাল পদত্যাগ করেছেন। এডহক কমিটির সদস্য সচিব দু’সদস্যের পদত্যাগের সাথে একমত পোষণ করে তিনিও পদত্যাগ করে ৪ ডিসেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন। ফলে বিধিমোতাবেক এডহক কমিটি কার্যকারিতা হারিয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, নতুন করে এডহক কমিটি গঠনের অনুমতি চেয়ে শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে।