বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে ২দিনে এসআই’র মোটর সাইকেলসহ ৭টি ও ৩টি অটোরিক্সা চুরি: গ্রেফতার ৪

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৩ ৭:৪০ অপরাহ্ণ

DEBIDWAR PIC_ CNG 3-CHOR GREFTER-05.12.13.মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার :  কুমিল্লার দেবিদ্বারে ৩দিনের ব্যবধানে ৩দফায় দেবিদ্বার থানার এক এসআই’র মোটর সাইকেলসহ ৭টি মোটর সাইকেল ও ২টি সিএনজি চালিত অটোরিক্সা চুরির ঘটনায় এলাকায় মোটর সাইকেল ও সিএনজি মালিকরা চরম আতঙ্কে রয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) শাহ কামাল আকন্দ ও মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দ্রুতগামী সন্দেহভাজন দুটি সিএনজি চালিত অটোরিক্সা সংকেত দিলে না থামিয়ে কুমিল্লার দিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের পিছু নিয়ে বানিয়াপাড়া ফুলগাছ তলা থেকে আটক করে, এসময় ৮/৯জন পালিয়ে পালিয়ে গেলেও দুই সিএনজির চালক চান্দিনা উপজেলার হারং গ্রামের আব্দুর রশীদ’র পুত্র মোঃ রনী মিয়া(২৫), মোঃ সুলতান সরকারের পুত্র নবী হোসেন সরকার(২৫) এবং যাত্রীবেশী দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির ছিদ্দিকুর রহমানের পুত্র আব্দুর রব(৪০)কে আটক এবং সিএনজি তল্লাসী করে তালাকাটার দু’টি কাটার উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদে বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের বাবরি মিয়ার পুত্র আব্দুস সাত্তার(৩৫), বুড়িচং বাজারস্থ ওয়ার্কশপ মালিক বিল্লাল হোসেন(৩৫), দেবিদ্বার পৌর এলাকার শিবনগর গ্রামের সিএনজি চালক এরশাদ মিয়া(৩০), পাউন্নারপুল ইঞ্জিন ওয়ার্কশপ মালিক মোঃ জাকির হোসেন(২৫), মাইক্রো চালক সফিকুল ইসলাম(২৮), ছোটআলমপুর গ্রামের মোঃ আল আমীন ড্রাইভার(২২) এবং ব্রাক্ষনবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজার’র রকি(২৫)সহ আরো কয়েকজনের যোগ সাজসে গাড়ি দুটি একটি গ্যারেজ থেকে তালা কেটে চুরি করে বলে জানায়। সিএনজি দু’টির আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা হবে বলেও পুলিশ জানিয়েছে।
অপর দিকে গত শনিবার রাতে দেবিদ্বার পৌরএলাকার থানা গেইট রোড থেকে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন’র ভাড়া বাসার গেইটের তালা ভেঙ্গে তার একটি মোটর সাইকেলসহ একই এলাকার আরো ৪টিসহ ৫টি মোটর সাইকেল এবং  রোববার রাতে দেবিদ্বার থানা গেইট শান্তি রোড থেকে খলিলুর রহমানের পুত্র আরিফুর রহমানের একটি মোটর সাইকেল ও প্রতিবেশী আরো দুটি বাসার গেইটের তালা ভেঙ্গে আরো দুটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে দেবিদ্বার গোমতী আবাসিক এলাকার আব্দুল আজিজ’র পুত্র জান্নাতুল ফেরদৌসকে আটক করে। জিজ্ঞাসাবাদে দেবিদ্বার ও চান্দিনা উপজেলার বেশ ক’জন প্রভাবশালী ব্যাক্তির নাম বেড়িয়ে আসে। সিএনজি এবং হোন্ডা চোরা চালানী চক্রের সাথে জড়িত আটক ৪জনকে বৃহস্পতিবার কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোঃ হান্নান বলেন, গত এক বছরে অন্ততঃ ৩০টি সিএনজি চালিত অটোরিক্সা এবং ২৫টি মোটর সাইকেল চুরি হয়েছে। এসব মোটর সাইকেল চোর সিন্ডিকের সাথে রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সদস্য, সাংবাদিক, এবং এলাকার চিহ্নীত সন্ত্রাসী চক্র জড়িত থাকারতথ্য পাওয়া গেছে, অভিযানে তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!