চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা সংলগ্ন দেউলী গ্রামের দক্ষিণ পাড়া থেকে আনোয়ার হোসেন (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে অস্ত্রের মুখে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে দেউলী দক্ষিণ পাড়া আজিম হোসেনের ছেলে। ৪ ডিসেম্বর বুধবার রাত ১ টার দিকে ওই ঘটনা ঘটে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, দেউলী দক্ষিণ পাড়া আজিম হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে বুধবার রাত ১ টার দিকে ১০-১২ জনের সশস্ত্র দুর্বৃত্তদল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আনোয়ারকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে অপহরণ করা হয়েছে। তবে আনোয়ারকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তাকে উদ্ধারকরা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
অপহৃতের পিতা আজিম হোসেন জানান, দুর্বৃত্তরা যাওয়ার সময় ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গেছে।