তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা সিসিডিবি’র উদ্দ্যোগে কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে বোরো মৌসুমে হাই জিংক রাইচ ধানের বীজ বিতরণ করা হয়েছে। হারভেস্ট প্লাশ বাংলাদেশ এর সহয়তায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিসিডিবি’র নিজ কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। এ বীজের প্রদর্শনী প্লট বাস্তবায়নের জন্য বীজ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন সিসিডিবি কর্তৃপক্ষ। এতে তানোর সিসিডিবি অফিসের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন সিসিডিবি’র কেন্দ্রীয় অফিসের বীজ বিষয়ক প্রধান কর্মকর্তা সমীরন বিশ্বাস, মোহনপুর সিসিডিবি অফিসের সমন্বয়কারী রনজিং সাহা, কৃষক বিমল চন্দ্র দাস, উজ্জল প্রমুখ। এসময় সিসিডিবি’র পক্ষ থেকে জানানো হয় হাই জিংক রাইচ এর ব্রিডার বিজ্ঞানী ডক্টর আলমগীর হোসেন এবং হারভেস্ট প্লাস-বাংলাদেশ এর প্রধান কর্মকর্তা ডক্টর খায়রুল বাসার, সিসিডিবি’র পক্ষে মাহাবুবুল ইসলাম এ প্রকল্পের দায়িত্ব নিয়েছেন। যে প্রকল্পটি বাস্তবায়নে সফলতা অর্জন করা যায়। অনুষ্ঠানে প্রতিজনকে ৪ কেজি করে ধানের বীজ দেওয়া হয়। শনিবার মোহনপুর সিসিডিবি অফিসে এলাকার কৃষকদের মাঝে এই হাই জিংক বীজ বিতরণ করা হবে বলে সভায় জানানো।