ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ার পল্লীতে মৎস্য ঘেরের দখল সংক্রান্ত বিরোধের ফলে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়ে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার রুদাঘরা ইউনিয়নের বটতলা বাজার এলাকায়। এ ব্যাপারে পরদিন দুপুরে আহতদের মেঝভাই বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রুদাঘরা গ্রামের মৃত সলেমান কাগতির ছেলে ঘের ব্যবসায়ী সালাউদ্দিন কাগতির সাথে মিকশিমিল গ্রামের ইউসুফ গাজীর একটি মৎস্য ঘের নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে দু’পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়। কিন্ত প্রতিপক্ষ কোন সিন্ধান্ত না মেনেই গত মঙ্গলবার দুপুরে জোর পূর্বক ওই ঘেরে মাছ ধরতে যায়। পরে ওইদিন সন্ধ্যায় স্থানীয় বটতলা বাজারে ঘের ব্যবসায়ী সালাউদ্দিন ও তার ভাই মহিউদ্দিন কাগতি প্রতিপক্ষ ইউসুফ গাজীর কাছে মাছ ধরার কথা চানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আলতাপ মোড়লের নেতৃত্বে আসলাম গাজী, মুদাচ্ছের গাজী, কওছার গাজী, হাকিম মোল্যা, ইব্রাহিম গাজী খোকাসহ ১৫/১৬ জন হামলা চালিয়ে বেদম মারপিট করে। পরে বাজারের লোকজন এসে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধারের পর ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে আহতদের মেঝভাই তাজউদ্দিন বাদি হয়ে পরদিন বুধবার দুপুরে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।