শাহআলম, টাঙ্গাইল সংবাদদাতা : ১৮ দলের ডাকা অবরোধের শেষ দিন টাঙ্গাইলের মির্জাপুরে অবরোধকারী ও পুলিশের সংঘর্ষে আহত ৪০ । পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ২৫/৩০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এদেও মধ্যে ৩জনকে আটক করে। আহতদের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় ঝাড়– মিছিল বের করলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮/১০জনের অবস্থা আশংকাজনক।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি আবূল কালাম আজাদ সিদ্দিকী নেতৃত্বে অবরোধের পক্ষে শত শত নেতা কর্মি ঝাড়– মিছিল বের করে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করলে পুলিশ এর সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ২৫/৩০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এসময় সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি আবূল কালাম আজাদ সিদ্দিকী সহ ৪০ জন আহত হয়। মির্জাপুর থানার ওসি জানান, সরকারী কাজে বাধা ও পুলিশের উপর হামলার বিরুদ্ধে মামলা করা হবে।